আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা

Share on Facebook

চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে ’চিটাগাং ট্রাভেল মার্ট ২০১৯’ নামের
পর্যটন মেলার আয়োজন করেছে
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য
বাংলাদেশ মনিটর।

রোববার পত্রিকাটির এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আজ বৃহস্পতিবার সকাল থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এই উদ্বোধনে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের
সভাপতি মাহবুবুল আলম এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। দ্য বাংলাদেশ মনিটরের
আয়োজনে করা মেলার টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি- বাই
টিকেটস।

এবারের পর্যটন মেলায়
অংশ নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স,
রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির অধিক দেশী-বিদেশী
প্রতিষ্ঠান।

মেলা চলাকালীন সময়ে
অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ,
হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার করবে বলেও জানা
গেছে।

আজ ২৪ অক্টোবর থেকে ২৬
অক্টোবর (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা
পর্যন্ত পর্যটন মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply