বিমানের মদিনা ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল থেকে
Tweet
প্রথমবারের মতো ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু
করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল (২৮শে অক্টোবর) দুপুর সোয়া ১টায় ঢাকার
শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মদীনার
প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমান বন্দরে পৌঁছবে। এর মধ্য দিয়ে শুরু হবে
বাংলাদেশ বিমানের বহুল প্রতীক্ষিত ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট। এর ফলে কোনরকম
ভোগান্তি ছাড়াই মদিনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সরাসরি যাতায়াত করতে পারবেন।
এছাড়াও হজ
ও ওমারাহ পালনে যাওয়া মুসল্লীদের খরচ ও সময় কমবে।
কাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-মদিনা ফ্লাইট উদ্বোধন করবেন এবং সম্মানিত যাত্রীদের স্বাগত জানিয়ে বিদায় জানাবেন। এছাড়াও ৩১শে অক্টোবর (বৃহস্পতিবার) থেকে বিমানের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু হবে।
ব্যাপক চাহিদা থাকলেও
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ স্বল্পতার কারণেই এতোদিন সরাসরি ফ্লাইট চালু
করা সম্ভব হয়নি বলে জানান,
সৌদি আরবের এই বিমান কর্মকর্তা। ঢাকা-মদিনা ফ্লাইট প্রাথমিকভাবে
প্রতি সপ্তাহে তিন দিন- সোমবার, বুধবার ও শনিবার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম
ফ্লাইট চলবে বৃহস্পতিবার চলবে।
সম্প্রতি সৌদি সরকার
বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করেছে;
ফলে এ রুটে যাত্রী সংখ্যা আরো বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মদিনা ফ্লাইট উদ্বোধন উপলক্ষে উভয় রুটে
যাত্রীদের জন্য ১৫% হ্রাসকৃত ভাড়ায় টিকেট বিক্রি করছে।
সৌদি আরবে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু রয়েছে শুধুমাত্র জেদ্দায়। যদিও
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী বাংলাদেশী থাকে সৌদি আরবের জেদ্দা
ছাড়াও মদিনা ও রিয়াদে। প্রতিবছর হজ ও ওমরাহ পালনে মক্কা-মদিনায় যান কয়েক লাখ
বাংলাদেশী।সরাসরি ফ্লাইট না থাকায় মদিনা ও রিয়াদে যাতায়াতের জন্য বাংলাদেশীদের
ব্যবহার করতে হয় জেদ্দা বিমানবন্দর। এতে বাড়ে খরচ ও সময়। তাই এবার ঢাকা-মদিনা রুটে
বিমানের ফ্লাইট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশীরা। আর এই রুটে বিমানের সরাসরি
ফ্লাইট চালু হওয়ায় স্বস্তির পাশাপাশি বহুদিনের দাবির বাস্তবায়ন হচ্ছে বলে জানালেন মদিনার
ট্রাভেলস ব্যবসায়ীরা।