নতুন বছরে ৫টি নতুন রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের

Share on Facebook

বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, আসছে ২০২০
সালে ৫টি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবার পরিকল্পনা আছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স
বিমান বাংলাদেশের। আন্তর্জাতিক এই রুটগুলো হচ্ছে ম্যানচেস্টার, নিউ ইয়র্ক, নারিতা,
কলোম্বো ও মালে। গত সোমবার (২৮শে অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
ঢাকা-মদিনা ফ্লাইট উদ্বোধন করাকালীন সময়ে এই কথা ঘোষণা করেন তিনি।

ঢাকা-মদিনা
ফ্লাইট উদ্বোধন করার সময়ে মো. মাহবুব আলী বলেন, সৌদি আরবে জেদ্দার পরে মদিনাতেই সর্বোচ্চ
সংখ্যক বাংলাদেশী বসবাস করে। তাই আজ ঢাকা-মদিনা ফ্লাইট চালু করবার মাধ্যমে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক বৃদ্ধি পেলো আরেকটু বেশি। ঢাকা-মদিনা সরাসরি
ফ্লাইট চালু করার ফলে পতাকাবাহী এই এয়ারলাইন্সটির আন্তর্জাতিক রুটের সংখ্যা হলো
১৬টি।

এসময়ে তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি আরও ৫টি আন্তর্জাতিক রুটে
ফ্লাইট চালু করবার জন্য কাজ করছেন বিমান বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেগুলো
হচ্ছে ম্যানচেস্টার, নিউ ইয়র্ক, নারিতা, কলোম্বো ও মালে। ২০২০ সালের মাঝেই এসব
রুটে ফ্লাইট চালু হয়ে যাবে বলে জানান তিনি।

বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আরও বলেন যে, বাংলাদেশ বিমানের বহুল প্রতীক্ষিত এই ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু হবার ফলে কোনরকম ভোগান্তি ছাড়াই মদিনায় বসবাসরত
প্রবাসী বাংলাদেশীরা যাতায়াত করতে পারবেন সরাসরি। এছাড়াও হজ ও ওমারাহ পালনে যাওয়া মুসল্লীদের খরচ
ও সময় কমবে।

বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হকও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।
তিনি বলেন, বিমান বাংলাদেশের মালিকানায় অনেকগুলো বিমান আছে বর্তমানে। এর সাহায্যেই
মধ্যপ্রাচ্যের চালু থাকা বিমান শিল্পের বিশাল বাজারকে ধরতে হবে এয়ারলাইন্সকে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ এনামুল বারি (অব), বাংলাদেশ সিভিল এভিয়েশন অথোরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান, বিমানের পরিচালন অধিকর্তা ও সিইও মোকাব্বির হোসেইন প্রমুখ।

Leave a Reply