৫০ বছর পূর্তি অনুষ্ঠিত হলো বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনে

Share on Facebook

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) ৫০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে গতকাল (৫ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে।
পেশাগত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের দেখা-সাক্ষাৎ তেমন একটা হয় না বললেই চলে। বাপা’র অনুষ্ঠানটি তাই রূপ নেয় তাদের মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে বাপা’র সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, ‘পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিশন থেকে আলাদা হয়ে গড়ে ওঠে পূর্ব পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন। মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলে জন্ম হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ঠিক তখনই নাম পরিবর্তন করে নামকরণ করা হয় বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়শন (বাপা)। বাংলাদেশে বিমানের আধুনিকায়নের প্রথম থেকে বাপা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, ভবিষ্যতেও নেবে।’

সম্মাননা তুলে দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

বাপার প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন
সাহাবুদ্দীন আহমেদ বীর উত্তম বলেন, ‘১৯৬৮
সালে শহীদ ক্যাপ্টেন আলমগীরের বাসায় বসে পূর্ব পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন গঠনের
সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম।
কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করা হলে পাকিস্তান সরকার তা বাতিল করে দেয়। পরে আমরা আদালতে
যাই। আদালত নির্দেশ দেবার পর
১৯৭০ সালের ১৫ আগস্ট জন্ম হয়
পূর্ব পাকিস্তান এয়ারলাইন্স
পাইলটস অ্যাসোসিয়েশন। তখন এর সদস্য সংখ্যা ছিল মাত্র ১১ জন।’

মঙ্গলবার হওয়া এই আয়োজনে আরও ছিলেন বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল
(অব) এনামুল বারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস
মার্শাল মো. মফিদুর রহমান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব
এয়ারলাইন্স
পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) প্রেসিডেন্ট জ্যাক
নেক্সটার, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইশতিয়াক
হোসেন, বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স)
গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর, সদস্য (এয়ার ট্রাফিক
ম্যানেজমেন্ট) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, পরিচালক
(ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার ইমরানুর রহমান,
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল
আহসান, পরিচালক (এভসেক) ওবায়দুর
রহমান প্রমুখ।

Leave a Reply