দূর্লভ কিছু ছবিতে দেখুন অতীতের অষ্ট্রেলিয়ান পর্যটন
Tweet
বিশ শতকের গোড়ার দিকে প্রকাশিত পর্যটনের পোস্টারগুলো তুলে ধরে সেসময়ের নান্দনিকতাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে অস্ট্রেলিয়ান পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরবার প্রয়াসে পোস্টার তৈরীর এই যাত্রা শুরু করেছিলেন দু’জন মাত্র ডিজাইনার।
অস্ট্রেলিয়ার বিভিন্ন বুনোপ্রান্তরের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে পুরো মহাদেশজুড়ে ট্রেন ভ্রমণের চাইতেও জেমস নর্থফিল্ড বেশি জনপ্রিয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ট্রাভেল অ্যাসোসিয়েশনের হয়ে করা তার কাজের জন্য। অন্যদিকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি ও ম্যাগাজিনের জন্য হাজার হাজার পোস্টার এঁকেছেন পারসিভাল অ্যালবার্ট ট্রম্ফ। সিডনি হারবার ব্রীজের বিল্ডিংসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরা আছে তার পোস্টারে। এই দু’জন ডিজাইনারসহ অন্যান্য আর্টিস্টের বিভিন্ন কাজ নিউইয়র্কের সোয়ান গ্যালারীতে নিলাম করা হবে এই সপ্তাহে। আগের দিনের অস্ট্রেলিয়ার ও অন্যান্য আন্তর্জাতিক পর্যটনের ছবির মেলা নিয়েই রয়েছে পর্যটনিয়ার আজকের আয়োজন-