মাস ট্যুরিজম এড়িয়ে শান্তিতে ঘুরে বেড়াবার টিপস
Tweet
কোন পর্যটন কেন্দ্রে একই সময়ে বিপুল সংখ্যক মানুষের অবস্থানের ফলে সৃষ্ট হওয়া ভীড়কে গণ পর্যটন অথবা ‘মাস ট্যুরিজম’ বলে। জনপ্রিয় পর্যটনের সর্বোচ্চ রূপ বলা যায় একে। বিমানের টিকিটে ছাড় আর স্বল্প মূল্যে হোটেল রুমের বিভিন্ন অফারের ফলে বিভিন্ন স্থান হয়ে ওঠে বহুল পর্যটনের কেন্দ্র হিসেবে। ফলে উক্ত স্থানটির স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যহত হয়। বেশিরভাগ প্রাকৃতিক স্থানই হারিয়ে ফেলতে শুরু করে তার জৌলুস। কয়েক মাস আগে প্যারিসের লুভর মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিলো মাস ট্যুরিজমের কারনে। এটি বিশ্বের সবচাইতে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের একটি।
মাস
ট্যুরিজম একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন শহর ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে।
গণ পর্যটনের এই জোয়ারকে নিয়ন্ত্রণের জন্য অনেক স্থানেই বাড়িয়ে দেয়া হচ্ছে বিমান টিকিট
কিংবা হোটেল রুমের মূল্য। থাইল্যান্ডের বিখ্যাত দ্বীপ ফি ফি লিহ-এর মতোই অনেক পর্যটনকেন্দ্র
সাময়িকভাবে বন্ধ করে দেয়াও হয়েছে পর্যটকদের ভীড় কমিয়ে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য
ফিরিয়ে আনতে। বিভিন্ন স্থানের সৌন্দর্য্যে আকর্ষিত হয়ে নির্দিষ্ট কোন স্থানে পর্যটকেরা
ছুটে গেলেও স্থানটির রক্ষার্থে তাদের উচিত কিছু নিয়ম মেনে চলাফেরা করা।
কোন প্রকারের
সমস্যা সৃষ্টি না করে কিভাবে একজন পর্যটক নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন আর একইসাথে
উপভোগ করতে পারেন পর্যটনের সৌন্দর্য্যকে? পর্যটনিয়ার তরফ থেকে থাকছে পর্যটকদের
জন্য কিছু টিপস-
১. মনে
রাখবেন, আপনিই সবকিছুর কেন্দ্রবিন্দু নন।
দূরের কোন জায়গায় ভ্রমণ ও ভিন্ন ধরনের সংস্কৃতিকে দেখার অভিজ্ঞতা পরিবর্তন করে
দিতে পারে আপনাকে। অনুভূতি দিতে পারে একইসাথে স্বাধীনতা ও আনন্দের। কিন্তু সবসময়ই আপনাকে
যে’টা মনে রাখতে হবে তা হলো, এটি অন্যের ঘর ও সংস্কৃতির অঞ্চল। তাই শুধুমাত্র
হোটেল পছন্দ করেই সন্তুষ্ট না হয়ে যেখানে যাচ্ছেন সেই স্থান সম্পর্কে জেনে নিন
আগেই। তাদের সমাজ ও সংস্কৃতির রীতিনীতি, আবহাওয়া ইত্যাদি সম্পর্কে জেনে নিন
ইন্টারনেট কিংবা বই থেকে। স্থান হিসেবে পোষাক নির্বাচন করুন। যেমন, মার্কেটে ঘুরে
বেড়াবার পোষাক ও ধর্মীয় উপসনালয় ভ্রমণের পোষাক এক কখনো হয় না। এছাড়াও কোথাও ঘুরতে
যেয়ে সেখানকার স্থানীয় রীতিনীতি পালন ও তাদের সংস্কৃতিকে সম্মান করা উচিত।
২. ছবি তোলার সময়ে সাবধানতা অবলম্বন করুন।
ছবি তুলতে পছন্দ করি আমরা সবসময়ই। তবে কোন জায়গায় ঘুরতে যেয়ে সেখানকার লোকজন, তাদের বাচ্চা ও ঘরবাড়ির ছবি তোলা অনুচিত। আর পরিবেশকে সম্মান করুন সবসময়। এবং একই সাথে একটু বুদ্ধিরও পরিচয় দিন। বিভিন্ন পর্যটনকেন্দ্রে শুধুমাত্র ভালো সেলফি তোলার প্রচেষ্টাতেই মারা যায় অনেক মানুষ। ভালো সেলফি তোলার বদলে বেঁচে থাকাটাই কিন্তু বেশি জরুরি!
৩. নম্র ও উদার হউন।
ভীড় এড়াতে বড় হোটেলগুলোতে খাওয়ার বদলে চেষ্টা করুন স্থানীয় ছোট দোকানগুলোতে খাওয়ার। একইভাবে বড় হোটেলের মার্কেটের বদলে কেনাকাটার অভ্যাস করুন স্থানীয় দোকানপাটগুলোতে। এতে করে যেমন স্থানীয় ছোট ব্যবসায়ীরা লাভবান হয়, তেমনই আপনার পর্যটনের অভিজ্ঞতার ঝুলিও ভারী হয় আরও। আর এড়িয়ে চলতে পারলেন ভীড়কেও। এছাড়াও, স্থানীয়দের সাথে কথোপকথনের জন্য অল্পবিস্তর স্থানীয় ভাষাও কিন্তু শিখে নিতে পারেন সেজন্য।