ঢাকা-দুবাই রুটে ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস
Tweet
বাংলাদেশে চালু থাকা বিদেশী এয়ারলাইন্সের মাঝে
এমিরেটসের জনপ্রিয়তাই সবচাইতে বেশি। ক্রমবর্ধমান যাত্রীসংখ্যার কথা মাথায়
রেখে প্রতিদিনকার ঢাকা-দুবাই রুটে আরো ফ্লাইট যুক্ত করবে এমিরেটস এয়ারলাইন্স।
বর্তমানে এই রুটে ৩টি করে ফ্লাইট থাকে প্রতিদিন।
এমিরেটস প্রকাশিত একটি প্রেস-রিলিজের মাধ্যমে
জানা গেছে যে ঢাকা-দুবাই রুটে চতুর্থ নতুন ফ্লাইটটি চালু হবে ২০২০-এর ১লা জুন থেকে।
৪২টি বিজনেস ক্লাস ও ৩১০টি ইকোনমি ক্লাসের সিটের বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান চলবে এই
ফ্লাইটে।
প্রেস রিলিজে উল্লেখিত সম্ভাব্য সময়সূচী অনুযায়ী, ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রওনা হয়ে ঢাকায় পৌঁছবে পরের দিন স্থানীয় সময় সকাল ৫ টা ২০ মিনিটে। এবং ঢাকা থেকে সকাল সাড়ে ৮ টায় রওনা হয়ে দুবাই পৌঁছবে স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ।
লন্ডন, রোম, ফ্রাঙ্কফুর্ট, পোর্তো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি,
মেক্সিকো সিটি, জোহানেসবার্গ ও কেপটাউনে ভ্রমণ করা বাংলাদেশী যাত্রীদের
সুবিধার কথা চিন্তা করেই সাবধানতার সাথে তৈরি করা হয়েছে নতুন ফ্লাইটের সময়সূচী।
দুবাই-ঢাকা রুটে এমিরেটস চলাচল করছে ১৯৮৬ সাল থেকে। এখন
পর্যন্ত এই রুটে তারা ৯.৯ মিলিয়ন যাত্রীকে পরিবহন করেছে।