শেনজেনভুক্ত দেশের ভিসাতে নতুন স্টিকার থাকবে ২১ ডিসেম্বর থেকে
Tweet
শেনজেন
চুক্তির কারণে ইউরোপের ২৬টি দেশে বাঁধাহীনভাবে ভ্রমণ করতে পারেন সেসব
দেশের নাগরিকরা। এছাড়াও শেনজেন ভিসার
মাধ্যমে অন্যান্য দেশের ভ্রমণকারীরাও বাঁধাহীনভাবে ঘুরতে পারেন এই দেশগুলোতে। শেনজেনভুক্ত
দেশগুলোর ভ্রমণকারীদের পাসপোর্টে শেনজেনের ভিসায় নতুন স্টিকার থাকবে চলতি বছরের ২১
ডিসেম্বর থেকে।
বর্তমানে শেনজেনভুক্ত
দেশের ভ্রমণকারীদের স্বল্পমেয়াদের শেনজেন ভিসা ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে আগত
ভ্রমণকারীদের শেনজেন ভিসাতে ব্যবহার করা হয় একইরকমের স্টিকার। এই স্টিকারটি ব্যবহৃত
হচ্ছে গত ২০ বছর ধরেই। ফলে ভিসা জালিয়াতির সম্ভাবনাও বেড়ে যায় অনেক।
জালিয়াতি ও ফরজারি রোধ
করার জন্য নতুন নকশার ভিসা স্টিকার তৈরি করবার কথা বলেছে শেনজেন কাউন্সিল। নতুন এই
ভিসা স্টিকারে নিরপত্তার অত্যাধুনিক সুবিধাদিও থাকবে বলে জানা গেছে।
ভিসা আবেদনকারীদের জন্য
নতুন নকশার স্টিকার চালু করেছে ফিনল্যান্ড গত ১১ নভেম্বর থেকে। ভিএফএস (ভিসা
ফেসিলিটেশন সার্ভিসেস) গ্লোবাল প্রকাশিত প্রেস রিলিজ অনুসারে, বিভিন্ন দেশের
ভ্রমণকারীদের জন্য ফিনল্যান্ড সরকার যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থায় ভিসা
স্টিকারে নতুন নকশা চালু করেছে তাতে করে শেনজেনভুক্ত অন্যান্য দেশগুলোকেও নতুন
নকশার ব্যবহার করা শুরু করতে হবে ২১ ডিসেম্বরের মাঝেই।
ভিএফএস গ্লোবালের প্রেস রিলিযে আরও বলা হয়েছে, নতুন নকশার স্টিকার চালু হবার পরও নির্দির্ষ্ট সময় পর্যন্ত চলবে পূর্বের পাওয়া নকশার স্টিকার ভিসাও। পুরনো নকশার স্টিকারে ভিসা পাওয়া ভ্রমণকারীদেরও সমস্যা হবে না কোন।
সদস্য দেশগুলোর ভিসা আবেদনকারীর ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করবার জন্য ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। এই বছরের জুনের শুরুতেই শেনজেন ভিসা কোডে প্রস্তাবিত সংশোধনীগুলোকে পাশ করেছে ইইউ। যার মাধ্যমে ভ্রমনকারীরা ভিসার কাজ করতে পারবে আরও দ্রুত ও সহজে। এছাড়াও আরও কিছু পরিবর্তন যুক্ত করা হয়েছে প্রস্তাবিত এই সংশোধনীতে। এর মধ্যে রয়েছে, আবেদনকারীদেরকে মাত্র ৩ মাস আগে আবেদন করতে হবে, ভিসা ফি ৬০ ইউরো থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৮০ ইউরো, এবং অনলাইনের মাধ্যমেই আবেদন করার সুবিধা।