বিমানের প্রাক্তন কর্মকর্তাদের ১৬ জনের বিরুদ্ধে দূর্নীতির মামলা, ২ জন গ্রেপ্তার।

Share on Facebook

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিমান বাংলাদেশের ১৬
জন প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করে মামলা দায়ের ও ২ জনকে
গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ, তারা কার্গো পরিচালনায়
ত্রুটির মাধ্যমে নষ্ট করেছে রাষ্ট্রীয় কোষাগারের ১১৮ কোটি টাকা।

২০১২ থেকে ২০১৭ সালে হওয়া রাষ্ট্রীয় কোষাগারের
এই ক্ষতি হওয়ার পেছনে তাদের দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারই দায়ী ছিলো বলে সংবাদমাধ্যমকে
জানিয়েছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি আরও জানান, মামলা দায়ের হবার পর পরই গতকাল বিকেলে ঢাকার
সেগুনবাগিচা থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে উপ-পরিচালক নাসির উদ্দিনের
নেতৃত্বে কমিশনের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন বিমান বাংলাদেশের বিক্রয় ও বিপণনের
সাবেক পরিচালক আলী আহসান ও সহকারী ব্যবস্থাপক (রফতানি) ইফতিখার হোসেন চৌধুরী।

গ্রেপ্তারকৃত দু’জনকে আদালতে প্রেরণ করা
হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান।

অন্য বারো আসামি হলেন- শহিদুল ইসলাম,
আমিনুল হক ভূঁইয়া, লুটে জামাল, মোশারফ হোসেন তালুকদার, রাজিব হাসান, নাসির উদ্দিন
তালুকদার, অনুপ কুমার বড়ুয়া, কেএন আলম, মনির আহমেদ মোজুমদার, শাহজাহান, ফজলুল
হক, এবং সাঈদ আহমেদ পাটোয়ারী। তারা সকলেই ছিলেন প্রাক্তন সহকারী পরিচালক
(বাণিজ্য)।

অপর দুই আসামি হলেন- ভারপ্রাপ্ত
মহাব্যবস্থাপক (কার্গো) আরিফ উল্লাহ, সহকারী ব্যবস্থাপক (রফতানি) একেএম মনজুরুল
হক।

Leave a Reply