কেবিন ক্রুকে লাথি মারায় মাতাল যাত্রীর ২ বছরের জেল
Tweet
আদালতের রায়ে ২ বছরের
কারাদন্ড হলো এমা ল্যাংফোর্ড নামের একজন নারী যাত্রীর। তার
বিরুদ্ধে থাকা লাঞ্চিতকরণ, সম্পদের
ক্ষতিসাধন ও বিমানে মাতলামি, তিনটি অভিযোগই সত্য প্রমান হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেছে।
২০১৮ সালের ৬ ডিসেম্বর, ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনের হিথ্রো থেকে কেপটাউনগামী ফ্লাইটের যাত্রী এমা ল্যাংফোর্ড (৪৭) মাতাল অবস্থায় ফ্লাইটে কর্মরত কয়েকজন কেবিন ক্রু ও কেবিন ম্যানেজারের সাথে দূর্ব্যবহার করেন ও একজনকে লাথি মারেন। বিমান আকাশে উঠবার প্রায় আধাঘন্টা পর থেকেই দূর্ব্যবহার করা শুরু করেন তিনি।
প্রথমে কেবিন ক্রুর সাথে,
তারপর কেবিন ম্যানেজারের সাথে দূর্ব্যবহার করতে শুরু করেন তিনি। তাকে শান্ত হবার
জন্য অনুরোধ করা হলে পরে উচ্চকন্ঠে কথা বলার পাশাপাশি সবাইকে গালাগালি করেন তিনি। একজন
কেবিন ক্রুয়ের পায়ে পেছন থেকে লাথিও মারেন এসময় তিনি। এক পর্যায়ে কিছু প্লেট ও
গ্লাস রাখা একটি ট্রে-ও ফেলে দেন তিনি বিমানের মেঝেতে।
এ সময়ে বিমানের কেবিনে উপস্থিত
ছিলেন ছুটিরত একজন পুলিশ অফিসার। তার সাহায্যে কয়েকজন কেবিন ক্রু এবং কেবিন
ম্যানেজার মিলে মাতাল এই যাত্রীকে সংযত রাখতে সক্ষম হন। পরে বিমান কেপটাউনে
অবতরনের পর পুলিশ এসে গ্রেফতার করে তাকে।
যাত্রী এমা ল্যাংফোর্ডকে পুনর্বাসনের জন্য মানসিক হাসপাতালে রাখা হয়েছিলো এ ঘটনার পর। মানসিক চিকিৎসার পাশাপাশি তাকে ২ বছরের কারাদন্ডও দিয়েছে আদালত।