সুন্দরবনের পাশেই ‘সুন্দরবন প্যালেস’
Tweet
সুন্দরবন ও মোংলা
নদীর পাশে গড়ে ওঠা এই চারতলা হোটেলটির উদ্বোধন করা হয় গত নভেম্বর মাসে। উদ্বোধন
করেন মোংলা বন্দর পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী। তিনিই সুন্দরবন প্যালেসের প্রতিষ্ঠাতা।
অত্যাধুনিক হোটেল
সুন্দরবন প্যালেসে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ১৭টি কক্ষ। প্রতিটি কক্ষে দুটি বেড, এলইডি টিভি, বিদেশি লাইটিং ব্যবস্থা, টেবিল-চেয়ার, আসবাবের কারুকাজ ও হাই-কমোডের বাথরুম আছে।
চারতলার ছাদে কফি হাউস আছে কাঁচে ঘেরা। এতে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যাবে। চোখে পড়বে পশুর নদীতে দাঁড়িয়ে থাকা দেশি-বিদেশি সারি সারি জাহাজ। আর নিচতলায় তৈরি হচ্ছে থাই চাইনিজ ফুড রেস্টুরেন্ট। দোতলায় কাচঘেরা অভ্যর্থনা কক্ষে সারি সারি ফুলের মনোরম পরিবেশ। এখানে বসার জন্য রয়েছে আরামদায়ক ব্যবস্থা।
সুন্দরবন প্যালেসের
স্বত্বাধিকারী মো. জুলফিকার আলী জানান,
পুরো হোটেলটি সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার
জন্য রয়েছে দুটি গেট। তার আশ্বাস, দ্রুত চালু করা হবে
ক্যাপসুল লিফট।
মোংলার এই ব্যবসায়ীর
কথায়– ‘শুধু
ব্যবসায়িক ভাবনা নয়, মোংলা ও সুন্দরবনকে দেশি-বিদেশি
ভ্রমণপ্রেমীদের কাছে আকৃষ্ট করে তুলতে হোটেলটি গড়ে তোলা হয়েছে। তাই বিলাসবহুল
প্রতিটি রুমের ভাড়া সীমাবদ্ধ দুই থেকে তিন হাজার টাকার মধ্যেই।’