ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে দুটি এটিআর ৭২-৬০০
Tweet
দেশের সবচাইতে বড়
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে আছে ৪টি বোয়িং
৭৩৭-৮০০, ৪টি
এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০সহ মোট ১১টি এয়ারক্রাফট। নতুন দুটি
এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ সংযোজন করা হচ্ছে এখন। ফ্রান্স থেকে সরাসরি ইউএস-বাংলার
বিমান বহরে যুক্ত হবে নতুন বছরে।
আগামী জানুয়ারি মাসের
তৃতীয় সপ্তাহে বহরে যুক্ত হতে যাওয়া নতুন বিমানের মাধ্যমে বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে
ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির। এটিই দেশের একমাত্র বিমানসংস্থা, যা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট
দিয়েই অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সেবা প্রদান করে যাচ্ছে।
২০১৪ সালের ১৭ জুলাই
দুটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার
মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে অভ্যন্তরীণ রুটে
সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিদিন ঢাকা থেকে
চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ৬টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, রাজশাহীতে ২টি, সিলেটে
২টি এবং বরিশালে ১টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। বর্তমানে ইউএস-বাংলা আন্তর্জাতিক
রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক,
গুয়াংজু, মাস্কাট, দোহা
চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাই ফাস্ট-ফ্লাই
সেফ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, আন্তর্জাতিক রুটে
ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নতুন গন্তব্য ফ্লাইট পরিচালনার লক্ষ্য হিসেবে অধিক
সংখ্যক উড়োজাহাজ দ্রুততম সময়ে বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার
অংশ হিসেবে, ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লী, কলম্বো, মালে সহ
বিভিন্ন রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে।
দুটি ব্র্যান্ড নিউ
এটিআর ৭২-৬০০ বিমান বহরে যুক্ত হওয়া প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা
পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন,
বর্তমান বিশ্বে যাত্রীদের উন্নত সেবা প্রদানের জন্য ব্র্যান্ড নিউ
এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের আরামদায়ক সেবাকে
নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র দেশীয় বিমান সংস্থা, যারা
অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইনশাল্লাহ
নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক রুটেও ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট বহরে যুক্ত করার
পরিকল্পনাও আমরা করছি।