৮দেশের নাগরিকদের ভিসামুক্ত সুবিধার সময়সীমা বাড়ালো ভিয়েতনাম

Share on Facebook

রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং বেলারুশের নাগরিকদের জন্য থাকা ভিসামুক্ত সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২২ অবধি বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। এমন ঘোষণাই দিয়েছে ভিয়েতনামের জাতীয় পর্যটন সংস্থা।

গত নভেম্বর মাসে সরকারী নিয়মিত এক বৈঠকে এই
প্রস্তাব পাস করা হয়। এই প্রস্তাবে বলা হয়, উল্লেখিত ভিয়েতনামী ভিসার জন্য আবেদন
করতে হবে না এই আটটি দেশের নাগরিকদেরকে। তবে ভ্রমণের সময় ১৫ দিনের অতিরিক্ত হলে,
এই সুবিধা উপভোগ করতে পারবেন না তারা।

রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া,
ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং বেলারুশ, এই আটটি দেশের নাগরিকদের জন্য ২০১৫
সালে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু করে ভিয়েতনাম সরকার। যার মেয়াদ শেষ হয়ে যেতো
চলতি এই বছরেই।

পর্যটন প্রশাসনের মতে ভিয়েতনামে সর্বোচ্চ ভ্রমণ করে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকেরা। এবং এরপরেই চীনের অবস্থান ।

গত বছর ভিয়েতনামে আসা দক্ষিণ কোরিয়ার পর্যটক সংখ্যা ৪৪ শতাংশ বেড়ে এই বছরে দাঁড়িয়ে প্রায় সাড়ে ৩ মিলিয়নে। এবং জাপানি পর্যটকের সংখ্যা বেড়েছে ৩.৬ শতাংশ।

ভিয়েতনামী পরিসংখ্যান মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, প্রায় ১৬.৩ মিলিয়ন পর্যটক ভিয়েতনাম ভ্রমণ করেছে চলতি বছরের প্রথম ১১ মাসে। যা গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৫.৪ শতাংশ।

Leave a Reply