উদ্যোক্তা হতে আগ্রহী যে ১৭টি দেশের নাগরিক

Share on Facebook

বিশ্বের ১৭টি দেশের বেশিরভাগ নাগরিকেরাই চান জীবিকার জন্য
তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করতে। একইসঙ্গে উপভোগ করতে চায় উন্নতমানের জীবন। এই
বছরে জরিপের জন্য ১৫০ টি দেশের তালিকা নেয়া হয়েছে ২০১৭ ইউএনের (ইউনাইটেড ন্যাশন্স)
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে। এছাড়াও, দেখা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ২০১৭
সালে প্রকাশিত প্রথম ১০০ দেশের জিডিপি, বিদেশী প্রত্যক্ষ্য বিনিয়োগের প্রবাহ ও
আন্তর্জাতিক পর্যটন প্রাপ্তির তথ্যাদি। যেসব দেশ উপরোক্ত ৪ তালিকায় স্থান পায়নি,
তারা বাদ পড়েছে এই জরিপ থেকে।

র‍্যাঙ্কিংগুলো করা হয় দেশগুলোতে থাকা বিভিন্ন নাগরিক
সুবিধা, অসুবিধা, সামাজিক ব্যবস্থাপনা, ঐতিহ্য ও পারিপার্শ্বিকতার কথা নজরে রেখে।
মোট ৯টি বিষয়ের ওপরে জরিপ করে তারা। সেগুলো হলো- অ্যাডভেঞ্চার, নাগরিকত্ব,
সাংস্কৃতিক প্রভাব, উদ্যোক্তা, ঐতিহ্য, ভাসমান জনগণ, ব্যবসায়ের জন্য উন্মুক্ত
স্থান, শক্তিমত্তা এবং জীবনযাত্রার মান।

সুইজারল্যাণ্ড

২০২০ সালে করা নতুন এই তালিকায় ইউএস নিউজ স্থান দিয়েছে ৭৩টি দেশকে। এই র‍্যাঙ্কিং করবার জন্য তারা জরিপ করেছে ১৫০টি দেশের ২০,০০০ জনেরও বেশি নাগরিকের ওপর। এই র‍্যাঙ্কিংয়ের কাজে তাদের সাথে আরও অংশীদার হয়েছে বিএভি গ্রুপ ও পেনসিলভেনিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল। এছাড়াও, জরিপে অংশগ্রহণকারীদেরকে ইউএস নিউজ সম্বোধন করেছে ‘বিশ্ব জনগণের প্রতিনিধি’ হিসেবে।

সেরা ১৭টি উদ্যোক্তা হতে আগ্রহী নাগরিকরা যে দেশের নাগরিক –
১. সুইজারল্যান্ড
২. কানাডা
৩. জাপান
৪. জার্মানি
৫. অস্ট্রেলিয়া
৬. যুক্তরাজ্য
৭. যুক্তরাষ্ট্র
৮. সুইডেন
৯. নেদারল্যাণ্ডস
১০. নরওয়ে
১১. নিউজিল্যান্ড
১২. ফ্রান্স
১৩. ডেনমার্ক
১৪. ফিনল্যান্ড
১৫. চীন
১৬. সিঙ্গাপুর
১৭. ইতালি।

Leave a Reply