অনলাইনেই দেয়া যাবে ট্রাভেল ট্যাক্স
Tweet
স্থলপথে বিদেশ ভ্রমণ করে
থাকেন অনেকেই। সেক্ষেত্রে
এতদিন শুধু নির্ধারিত সোনালী ব্যাংক ও স্থল বন্দরগুলোতেই দেয়া যেত ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর। ফলে এক
ধরনের ভোগান্তিতে পড়তে হতো স্থলপথে বিদেশ ভ্রমণকারীদের। তবে এখন থেকে আর পোহাতে হবে না সেই ভোগান্তি। কারণ এখন
থেকে অনলাইনেই দেয়া
যাবে ভ্রমণ কর।
যেকোনো স্থলবন্দর দিয়ে বিদেশে
যাওয়ার জন্য ৫০০ টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়। প্রতিটি জেলায় মাত্র ১-২টি সোনালী
ব্যাংকের শাখায় এ কর জমা নেওয়া হয়। এছাড়াও, স্থলবন্দরেও ভ্রমণ কর নেওয়া হয়। ফলে ভ্রমণ কর দিতে গেলে
বিশাল লাইন সৃষ্টি হয়। কারণ করের কাজটি হাতে লিখে করতে হয়। এভাবে কর জমা দিতে
যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
সে জন্যই এবার সোনালী ব্যাংক
তাদের ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাই এখন আর স্থলবন্দর বা সোনালী ব্যাংকের শাখায় ভ্রমণ কর দেওয়ার জন্য লম্বা লাইনে
অপেক্ষা করতে হবে না। অবশেষে বিদেশগামী যাত্রীদের দাবি পূরণ হতে যাচ্ছে।
গত ২৫ জানুয়ারি এক অনুষ্ঠানের
মাধ্যমে অনলাইন ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর
চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি জানান, সোনালী ব্যাংকের
ওয়েবসাইটের মাধ্যমে ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, এমেক্স কার্ড বা যেকোনো ধরনের
মোবাইল ওয়ালেট দিয়ে এ কর পরিশোধ করা যাবে। পরিশোধ করতে সার্ভিস চার্জ দিতে হবে ১০
টাকা।