ভুটান ভ্রমণে দিনপ্রতি বাংলাদেশিদের ফি ১৪০০ টাকা
Tweet
পাশের দেশ ভুটান ভ্রমণের জন্য বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকদের প্রতিদিন ১ হাজার ৪০০ টাকা ফি দিতে হবে। গত বছরের নভেম্বরে এমন আইন করার বিষয়ে কথা হয়। অবশেষে গত সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এ আইন পাশ হয়।
আগামী জুলাই থেকে দেশটির “টেকসই উন্নয়নের” লক্ষ্যে এই অর্থ আদায় শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। এর আগে তিনটি দেশের পর্যটকরা ভুটানে ফ্রিতে ভ্রমণ করত। গত বছরের নভেম্বরে এমন আইন পাশের সিদ্ধান্ত নেয় দেশটির প্রশাসন।
২০১৮ সালের ভুটানের পর্যটন তথ্য অনুযায়ী, ওইবছর দেশটিতে ভারতীয় ও বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার ও ১০ হাজার ৪৫০ জন। অন্যদিকে সারাবিশ্ব থেকে দেশটিতে একই বছরে ভ্রমণ করে ৭০ হাজার জন।
২০১৮ সালে ভুটানে এই তিন দেশের পর্যটকের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপ দেশটির পরিবেশ ও বাস্তুসংস্থানের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। এ কারণে দৈনিক এই ফি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।