ঢাকা বিশ্বদ্যিায় ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি
Tweet
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন ও নান্দনিক রাখার লক্ষ্যে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে গতকাল রবিবার দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, ক্যাম্পাসকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব পালন করলে ক্যাম্পাস কখনই অপরিচ্ছন্ন হবে না। তিনি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।