চট্টগ্রামে পরীক্ষায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত
Tweet
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব
ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায়
প্রথমবারের মত একজন রোগীর নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন
সেখ ফজলে রাব্বী মিয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিআইটিআইডিতে আজ
নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে।”
নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা
ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে
এ হাসপাতালেই করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক
ডা. অসীম কুমার নাথ জানান, ৬৭ বছর বয়েসী ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার
হাসপাতালে ভর্তি হন। তার বিদেশ সফরের কোনো ইতিহাস প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
জেনারেল হাসপাতালের আইসোলেশন
ওয়ার্ডে বর্তমানে চারজন আছেন। তাদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
এদের একজন পজিটিভ এলেও অন্যজনের
নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বাকি দুইজনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার
ফলাফল এখনো আসেনি।
বিআইটিআইডিতে শুক্রবার মোট
৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে দুপুরে ঢাকায় স্বাস্থ্য
অধিদপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট ৬১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা
জানানো হয়। আক্রান্তদের মধ্যে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।