বিমানবাহিনী বহন করবে করোনা রোগী

Share on Facebook

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বহনে বিশেষ হেলিকপ্টার প্রস্তুত
করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই মধ্যে কীভাবে রোগী বহন করা হবে,
হেলিকপ্টারের ভিতরে কী কী ব্যবস্থা থাকবে- এসব বিষয়ে সেরে নেওয়া হয়েছে
মহড়া।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি
জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফকরুল ইসলাম।

এ বিষয়ে ঘাঁটি জহুরুল হক এর গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী
বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে চলেছি। দেশের এ
দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের দূরদূরান্তের রোগীদের পাশে সক্রিয় থেকে এগিয়ে
যেতে চায় বাংলাদেশ বিমানবাহিনী।

কীভাবে সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীকে সেবা দেওয়া হবে তার একটি মহড়াও
সেরেছেন সংশ্লিষ্টরা। বিমানবাহিনীর অন্য হেলিকপ্টার ও পরিবহন প্লেনেও এ
ধরনের সুযোগ-সুবিধা সংযোজনের প্রক্রিয়া চলমান বলে জানা যায়।

Leave a Reply