আরো শক্তিশালী ‘আম্পান’: পয়রা, মংলায় ৭ নম্বর বিপদ সংকেদ
Tweet
আরো শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘আম্পান’। ধেয়ে আসছে উপকূলের দিকে। এজন্য পয়রা ও মংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। বিকেলে ঘূর্ণিঝড় আম্পান নিয়ে এক ব্রিফিংয়ে এ একথা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এসময় তিনি বলেন, করোনার কথা মাথায় রেখে এবার ১২ হজার ৭৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (১৮ই মে) ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থান করছিলো। এটি আরো ঘনীভূত হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষরাত (দিবাগত রাত) থেকে পরদিন সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। জেলেদের গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় এলাকায় প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।