বাংলাদেশে আর থাকছে না উবার ইটস’

Share on Facebook

জুন মাসের শুরুতেই বাংলাদেশে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে উবার ইটস। রাইড শেয়ারিং সেবাদাতা উবারের এই সেবাটি মাত্র বছরখানেক আগেই অনলাইন বুকিংয়ের ভিত্তিতে খাবার সরবরাহ সেবা দেওয়া শুরু করেছিল এদেশে।

২ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে জানিয়ে উবার তাদের ওয়েবসাইটে এক ব্লগ পোস্টে লিখেছে, “যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

আমাদের কমিউনিটির কাছে আমরা উবার রাইডসের মাধ্যমে সেবা পৌঁছে দেব। বিশ্বব্যাপী খুব একটা ভালো অবস্থায় নেই উবার। করোনাভাইরাস আঘাত হেনেছে উবারের বৈশ্বিক ব্যবসায়। গত সপ্তাহে মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করেছে এ কোম্পানি। তাতে চাকরি হারিয়েছেন ৩ হাজার ৭০০ উবার কর্মী।

পরে নতুন করে আরও তিন হাজার কর্মী ও ৪৫টি অফিস বন্ধের ঘোষণা দিয়েছে উবার। সব মিলিয়ে ব্যবসার এক চতুর্থাংশ ছেঁটে ফেলতে চাইছে রাইড শেয়ারিংয়ে বিশ্বে শীর্ষস্থানীয় বলে বিবেচিত এ কোম্পানি। উবার ইটস কমিউনিটিকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ওই ব্লগপোস্টে ধন্যবাদ জানিয়েছে উবার।

Leave a Reply