বরিশাল থেকে বিমান চলাচল শুরুর সিদ্ধান্ত
Tweet
করোনা ভাইরাস মহামারীতে সাড়ে তিন মাস ব্ন্ধ থাকার পর বরিশাল রুটেও আভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান শনিবার বলেন, রোববার থেকে রবিশাল রুটেও আভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হবে।
করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ হলেও এখন অনেক দেশই আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু করেছে।
বাংলাদেশে সাতটি আভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে গত ১ জুন ঢাকা থেকে সিলেট,চট্টগ্রাম,সৈয়দপুরে বিমান চলাচল শুরু হয়। এরপর ১১ জুন যশোর রুটে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় বেবিচক।
বেবিচক চেয়ারম্যান মফিদুর বলেন, কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে বিমান যোগাযোগ চালু করতে বিমানবন্দরগুলোতে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হয়। সেগুলো নিশ্চিত করে আশা করছি, খুব দ্রুত রাজশাহী ও কক্সবাজারেও আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করা যাবে।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।