তিন মাসের বেশি করোনার অ্যান্টিবডি নাও টিকতে পারে
Tweet
করোনায় আক্রান্তদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি তিন মাসের বেশি নাও টিকবে না, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন।
ফলে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশির মত বারবার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ৯০ জন করোনা রোগী এবং আক্রান্ত স্বাস্থ্যকর্মীর ওপর এই গবেষণা করা হয়।
এতে দেখা গেছে, উপসর্গ দেখা দেয়ার পর থেকে তিন সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবডি মাত্রা সর্বোচ্চ ছিল। তিন সপ্তাহের পর থেকে অ্যান্টিবডি মাত্রা খুব দ্রুত কমতে থাকে। এরও তিন মাস পরে, মাত্র ১৭ শতাংশ রোগীর এন্টিবডি করোনা প্রতিরোধ করতে সক্ষম হয়।
ফলে ভবিষ্যতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলেও, একটি ডোজেই দীর্ঘমেয়াদী এন্টিবডি তৈরি নাও হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে হার্ড ইমিউনিটির কার্যকারিতা নিয়েও সন্দেহ পোষণ করেছেন তারা।