বৈরুতের বিস্ফোরণে ৩ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, আহত চার হাজারের বেশি
Tweet
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে শতাধিক। আর আহতের সংখ্যা ৭৮ বাংলাদেশিসহ চার হাজারের বেশি । এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মিশন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন বুধবার বিকালে বলেন, নিহত তিনজনই লেবাননে বসবাস করে আসছিলেন।
“আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখন হাসপাতালে আছেন ৮-১০ জনের মত।”
আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্য রয়েছেন, যারা সেখানে জাতিসংঘের শান্তি মিশনে নিয়োজিত ছিলেন।
তাদের মধ্যে একজনের অবস্থা ‘সংকটাপন্ন’ জানিয়ে একজন বলেন, “নৌবাহিনীর সাতজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।”
মঙ্গলবার বিকালে বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে পুরো লেবানন ও আশপাশের এলাকা কেঁপে ওঠে, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে (ইউনিফিল) মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস ‘বিজয়’ তখন বৈরুত বন্দরেই নোঙর করা ছিল। বিস্ফোরণের ধাক্কায় জাহাজেরও ক্ষতি হয়েছে।
লেবানন সরকার জানিয়েছে, বিস্ফোরণের ধ্বংস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
উদ্ধারকাজ এখনও চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।
৫ thoughts on “বৈরুতের বিস্ফোরণে ৩ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, আহত চার হাজারের বেশি”
Leave a Reply
You must be logged in to post a comment.
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
I learn something new and challenging on blogs I stumbleupon everyday.
A big thank you for your article.
Thanks for fantastic info I was looking for this info for my mission.
bookmarked!!, I like your blog!