পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সুইমিং পুল
Tweet
উত্তর আমেরিকার দেশ চিলি আর এই দেশেই একটি সুইমিং পুলের খোঁজ পাওয়া গেছে, যা প্রায় একটা বিশাল লেকের সমান বলা যায়৷ এই সুইমিং পুলটি লম্বায় প্রায় ৩ হাজার ৩২৩ ফুট ও গভীরতায় প্রায় সাড়ে ১১ ফুট। বলা যেতে পারে প্রায় ১১ টি ফুটবল মাঠের সমান। এই ধরনের সুইমিংপুল বিশ্বে দ্বিতীয়টি আর নেই। আর এই পুলটিই বিশ্বের বৃহত্তম সুইমিং পুল হিসাবে পরিচিত লাভ করেছে৷
চিলির আলগারোবোয় সান আলফোন্সো রিসোর্টে এই সুইমিংপুলটি নির্মাণ করা হয়েছে।
এই সুইমিং পুলটি প্রায় ১৯.৭৭ একর জমিতে তৈরি করা হয়েছে এবং সুমিং পুলটিতে স্কুবা ডাইভিং থেকে শুরু করে বোটিং সবই করে থাকেন রিসোর্টে আসা বিভিন্ন ধরনের পর্যটকরা৷ দীর্ঘ পাঁচ বছর ধরে ক্রিস্টাল লেগুনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ফার্নান্দো ফিসম্যান এই সুইমিং পুলটি তৈরি করেছেন। আর এই সুইমিং পুলটি তৈরি করতে ব্যয় হয়েছে ২ মিলিয়ন ডলার৷
এই সুইমিং পুলটির বিশেষত্ব অন্য জায়গায়৷ পুলটি তৈরি করা হয়েছে সমুদ্রের পাশে আর এমন ভাবে এটি করা হয়েছে যে প্রয়োজনে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সমুদ্র থেকে সরাসরি পানি টেনে নিতে পারবে এই পুলটি৷ সমুদ্র থেকে পানি ফিল্টার করে পাম্পের মাধ্যমে পরিস্রুত হয়ে তবেই পুলের ভেতর প্রবেশ করবে৷ এই পুলটিতে পানি ধরে প্রায় ৬৬ মিলিয়ন গ্যালন।