ত্বকের যত্নে বরফ
Tweet
বরফ ত্বক টোনিং করতে বেশ কার্যকর। এটি বলিরেখা প্রতিরোধ করা, ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করা, ব্রণ এবং ব্রণের দাগ দূর করাসহ বিভিন্ন কাজে আসে। তাই প্রতিদিন না পারলেও সাপ্তাহিক ছুটির দিনে ত্বকের কিছুটা যত্নও আপনাকে উজ্জ্বল দীপ্তিময় রাখতে পারে দীর্ঘদিন।
বরফ লোমকূপ সংকুচিত করতে ও ঘাম বন্ধ করতে সাহায্য করে। ত্বকে বরফ ঘষার নানান উপকারিতা রয়েছে। তবে মনে রাখতে হবে সরাসরি বরফ ঘষা ঠিক নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ পেঁচিয়ে তা ত্বকে ব্যবহার করুন। ত্বক পরিষ্কার করার পর ব্যবহার করলে উজ্জ্বলতা বাড়বে।
কাজের জন্য বাইরে তো বেরুতেই হয়। অনেক সময়ই ভালো সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বকে পরে সূর্য রশ্মির পোড়া দাগ। এই রোদে পোড়া দাগ দূর করার জন্যও বরফ বেশ ভালো একটি উপাদান। ২/৩ টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের ওপর ঘষে নিন। এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে।
উষ্ণ বা আর্দ্র আবহাওয়ায় মুখে ফাউন্ডেশন স্থায়ী করতে চাইলে প্রথমে ত্বক ভালোভাবে পরিষ্কার করে তুলার বলের সাহায্যে অ্যাস্ট্রিনজেন্ট টোনার ব্যবহার করুন। কয়েক মিনিট পরে পরিষ্কার কাপড়ে বরফ পেঁচিয়ে কয়েক সেকেন্ড ধরে ত্বকে লাগান। এটা লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে।
ব্রণ কমাতেও বরফ সাহায্য করে। ব্রণ লালচে ও সংক্রমিত হলে তাতে বরফ লাগান ভালো ফলফল পাবেন।
মেকআপ করার সময় অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন, তা হলো মুখে মেকআপ বসা নিয়ে। অনেকেই দেখেন মেকআপ মুখে ঠিকমত বসে না। ভাসা ভাসা থাকে। এতে মেকআপের কারণে মুখ আরও বিশ্রী হয়ে যায়। এই সমস্যার সমাধান করবে বরফ। মেকআপ শুরু করার আগে ২ টুকরো বরফ মুখে ঘষে নিন। এরপর মেকআপ করলে মেকআপ ত্বকে বসবে ভালো।
তবে চোখের নিচের ত্বক পাতলা। দীর্ঘক্ষণ বরফ লাগানো হলে এর ক্ষতি হতে পারে। থ্রেডিং বা ওয়াক্সিংয়ের পর বরফ লাগানো বেশ উপকারী।