শর্তসাপেক্ষে চীনের ‘ভিসা অন অ্যারাইভাল’ চালু
Tweet
বাংলাদেশি নাগরিকদের জন্য বেশকিছু দেশে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। এ তালিকায় এবার যুক্ত হলো চীন। চীনের ‘পোর্ট-ভিসা’ ব্যবস্থার আওতায় দেশটিতে শর্তসাপেক্ষে বাংলাদেশিরাও ‘ভিসা অন অ্যারাইভাল’ (আগমনী ভিসা) পাবে। ঢাকায় চীনা দূতাবাস গতকাল বৃহস্পতিবার চীনের পোর্ট-ভিসা ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যায় এ কথা জানায়।
চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে ‘পোর্ট-ভিসা’ ব্যবস্থা তথা ‘অ্যারাইভাল ভিসা’ দেওয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার।‘গণপ্রজাতন্ত্রী চীনের বহিরাগমন ও প্রবেশ প্রশাসন আইন’ অনুযায়ী, এ ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য করা হয়নি।
তিনি বলেন, মানবিক কারণে চীনে জরুরি প্রবেশ, আমন্ত্রণের ভিত্তিতে জরুরি বাণিজ্যিক কাজে আসা, প্রকল্পের মেরামত বা অন্য জরুরি কাজে চীনে আসা এবং পর্যটন এজেন্সির মাধ্যমে চীন ভ্রমণে আগ্রহী বিদেশিদের সুবিধার্থে এ ‘পোর্ট-ভিসা’ ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থার আওতায় বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের বিমানবন্দরে এসে ‘পোর্ট-ভিসা’র জন্য আবেদন করতে পারবে। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন। বাংলাদেশিরাও প্রয়োজনীয় শর্ত পূরণ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করে চীনের বিমানবন্দরে এই ভিসার জন্য আবেদন করতে পারবে।
চীনা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোর্ট-ভিসা’ ব্যবস্থার আওতায় আগমনী ভিসা আবেদনের জন্য আবেদনকারীকে পাসপোর্ট, ভিসা আবেদনপত্র, ছবি এবং পর্যটন প্রতিষ্ঠান বা আয়োজক প্রতিষ্ঠানের পাঠানো আমন্ত্রণপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট ভিসা অফিস সেগুলো যাচাই-বাছাই সাপেক্ষে ভিসা প্রদান করবে। মূলত চীন ভ্রমণের আগে আবেদনকারীর নিজ দেশে বা অবস্থানকারী দেশে চীনা দূতাবাসে ভিসা আবেদনের জন্য পর্যাপ্ত সময় ছিল না—এমন ক্ষেত্রেই ‘পোর্ট-ভিসা’ ব্যবস্থা উৎসাহিত করা হয়েছে।