শেখ হাসিনার জন্মদিনে কৃষ্ণচূড়ার চারা রোপণ ও পথশিশুদের বস্ত্র বিতরণ আসাদের
Tweet
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালেই রাজধানীর শাহবাগ, পরীবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ৭৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
যোহর নামাজের পর স্থানীয় ১১টি মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহবাগ ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আসাদুজ্জামান আসাদ বলেন, বাঙালি জাতির আশার বাতিঘর বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন মানেই আমাদের কাছে উৎসব। তাই এ বিশেষ আনন্দের দিনে সুবিধাবঞ্চিত মানুষের সাথে আনন্দ ভাগাভাগির জন্যই আমাদের এ প্রয়াস। আর বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতীক। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের বিকল্প নেই।
দিনব্যাপী এ সকল কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু মতিলাল রায়,শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মজুমদার মকবুল, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং শাহবাগ থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম এ মোতালেব, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রুবেল ও ঢাবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সামছুল আরেফিন প্রমূখ।