ঢাকা থেকে তিন রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে
Tweet
ঢাকা থেকে ভারতের দিল্লি, কলকাতা ও চেন্নাই রুটে আবারো ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (২৫ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। এরপর ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করা হবে। এছাড়া, ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে ভ্রমণসেবায় ফিরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজসংস্থাটির বিক্রয় কেন্দ্র, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। এছাড়া, কোভিড সংক্রান্ত শর্ত, নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।